Back

Video Courtesy: Swarnendu Dey and তারকেশ্বর উচ্চ বিদ্যালয় শতবার্ষিকী Whatsapp Group

দীর্ঘ নয় দশক ধরে তারকেশ্বেরের বিস্তীর্ণ এলাকার ছেলেমেয়েদের শিক্ষাদান করে আসছে এই স্কুল। ১৯২৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তারকেশ্বর এস্টেটের রিসিভার অমূল্যচন্দ্র ভাদুড়ি স্কুলের প্রতিষ্ঠাতা। স্কুল তৈরিতে এস্টেটের তৎকালীন মোহন্ত মহারাজের অবদানও অনস্বীকার্য।

দীর্ঘ নয় দশক ধরে তারকেশ্বেরের বিস্তীর্ণ এলাকার ছেলেমেয়েদের শিক্ষাদান করে আসছে এই স্কুল। ১৯২৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তারকেশ্বর এস্টেটের রিসিভার অমূল্যচন্দ্র ভাদুড়ি স্কুলের প্রতিষ্ঠাতা। স্কুল তৈরিতে এস্টেটের তত্‌কালীন মোহন্ত মহারাজের অবদানও অনস্বীকার্য। শ্রীরামপুরের মাহেশ থেকে আগত ক্ষেত্রপতি চট্টোপাধ্যায়ের অদম্য উত্‌সাহে মোহন্ত মহারাজের আনুকূল্যে গড়ে ওঠে এই স্কুল। সেই সময় নাম ছিল তারকনাথ বিদ্যালয়।
 
পরে তা পরিবর্তন করে হয় তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই এর পরিচালন সমিতির সভাপতির পদ অলংকৃত করতেন তারকেশ্বরের মোহন্ত মহারাজ।

সেই ঐতিহ্যই চলে আসছে। অনেক দূর থেকে ছেলেমেয়েরা এই স্কুলে পড়তে আসে। শিক্ষক-শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের প্রতি যথেষ্ট যত্নবান। প্রতি বছর স্কুলের ফলে তার প্রতিফলও ঘটে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের স্কুলের ফল বরাবরই বেশ ভাল। স্কুলের বহু কৃতিই বর্তমানে দেশে-বিদেশে উচ্চপদে প্রতিষ্ঠিত। খেলাধূলাতেও আমাদের স্কুলের ছেলেমেয়েদের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল স্বাক্ষর রেখেছে তারা। ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক আমাদের প্রাচীন কালে আশ্রমিক গুরু-শিষ্যের সম্পর্কের ঐতিহ্যকে ধরে রেখেছে। যদিও ছাত্রছাত্রীদের আরও ভাল করে পাঠদানের ক্ষেত্রে পরিকাঠামোর নানা সমস্যা রয়েছে স্কুলে। যার মধ্যে প্রধান সমস্যা, শ্রেণিকক্ষের অপর্যাপ্ততা। স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যার তুলনায় ক্লাসঘরের সংখ্যা কম। ঘাটতি রয়েছে আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে উন্নত মানের ল্যাবরেটরির। ছাত্রীদের জন্য শৌচাগারের সংখ্যা বাড়ানোর প্রয়োজন। এই সব সমস্যার কিছুটা দূর হলেও পঠনপাঠনে আরও যত্নবান হতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।

Reference: anandabazar.com