
Guardians of the Globe Project
তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এ গত ২৪ জুলাই ২০২৪ তারিখে একটি ছোট্ট স্বপ্নের চারাগাছ লাগানো হলো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এস .আই .অফ স্কুলস, তারকেশ্বর চক্র, বিদ্যালয়ের প্রাক্তনী এবং সকল শিক্ষক- শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ।
ক্লাস ফাইভ, সিক্সের পুঁচকে শয়তান গুলো আজ থেকে গার্জেন হয়ে গেলো। তারা এক একটি গাছ কে দত্তক নিলো। হাসি হাসি মুখে হেড স্যার এর কাছ থেকে গাছ নিলো ১০০ খানা শয়তান। কি আশ্চর্য কেউ কিন্তু তাদের আজকে শয়তানী করতে দেখে নি। কি করে দেখবে? আজকে থেকে যে তারা বাবা হয়ে গেলো। একটা করে শিশু গাছের বাবা। বাবা দের যে অনেক দায়িত্ব। সন্তানকে সব ঝড় ঝাপটা থেকে বাঁচিয়ে বড় করবার শপথ নিতে হয় সব বাবা কে।
এই গাছ গুলোর নাম ও তাদের ছোট্ট বাবার নাম অনুসারে করা হয়েছে।
এই প্রকল্প কে আরো প্রাণবন্ত করবার জন্য একটি গোটা ওয়েবসাইট দেওয়া হচ্ছে এই ছোট্ট গার্জেন দের হাতে। সেখানে প্রতি মাসে বাবা রা তাদের সন্তান সহ সেলফি পোস্ট করবে। গর্বের সেলফি।
যারা যারা নিজেদের গাছ কে বাঁচিয়ে রাখতে পারবে ডিসেম্বর মাস পর্যন্ত তাদের জন্য চমক অপেক্ষা করবে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শীতের মধ্যে হি হি করতে করতে দেউলপাড়া তে দামোদরের ধারে পিকনিকের মজাই আলাদা। যাদের যাদের গাছ বাঁচবে তারা ডিসেম্বর এই স্পেশাল পিকনিকে নেমন্তন্ন পাবে। শর্ত একটাই: গাছ নেই –পিকনিক নেই। গাছ আছে–নেমন্তন্ন আছে।
১০০ টা শয়তান কে নিয়ে বনভোজনের মজাই আলাদা। এই ১০০ টা গাছের মধ্যে যার গাছ সেরা নির্বাচিত হবে সে খুদে গার্জেন কে ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট রুপার মুদ্রা দিয়ে সম্মানিত করা হবে পিকনিকের দিনে।
২০২৪ সালে ফাইভ সিক্সের ১০০ জন ক্ষুদে ১০০ টা গাছের দায়িত্ব নিলো। প্রতি বছর তারা এই পিকনিক আর সবার সেরা জন রুপার কয়েন পাবে। এই করতে করতে তারা যখন ক্লাস টুয়েলভে পাস্ করে কলেজে যাবে তখন তাদের প্রত্যেকের গাছ আট বছরে পা দেবে।
এই ভাবে ২০২৫ সালে আমরা আরো ১০০ জন কে ক্লাস ফাইভ-সিক্স থেকে বেঁচে নেবো। সুতরাং ২০২৫ সালের পিকনিকে সদস্য সংখ্যা বেড়ে ২০০ জন হয়ে যাবে আর রুপোর কয়েন পুরস্কারের সংখ্যাও হয়ে যাবে দুটো।
এই ভাবে ১০০ করে সংখ্যা যোগ করতে করতে ৮ বছর পরে ২০২৪ এর ক্লাস ফাইভ এর বাচ্চা টা যে বছর কলেজে যাবে সে বছর ডিসেম্বর এর পিকনিকে ৮০০ জন থাকবে আর থাকবে ৮ খানা রুপোর coin তার পর থেকে প্রতি বছর এই সংখ্যা স্থির থাকবে।
এই প্রকল্প শুধু ৮০০ টা করে গাছ দেবে না। দেবে ৮০০ জন করে গার্জেন। পৃথিবীর গার্জেন। Guardians of the Globe
হয়তো সেদিন আমরা থাকবো না। কিন্তু আমাদের এই প্রজেক্ট থেকে তৈরী হওয়া গার্জেন রা পৃথিবী কে রক্ষা করবার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে যাবে। আর আমরা অনেক অনেক ওপর থেকে এই গার্জেন গুলো কে দেখবো। আর ওদের এই লড়াই দেখে ওপর থেকে গর্ব অনুভব করবো।